স্পোর্টস ডেস্ক:: এগিয়ে যাওয়া স্পেন নির্ধারিত সময়ে প্রায় জিতেই যাচ্ছিলো। তবে লড়াকু জার্মান আর সেটা হতে দেয়নি। শেষ মূহুর্তের গোলে সমতায় ফেরে দলটি। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
যোগ করা সময়ে আর পারনি জার্মানিরা। রোমাঞ্চকর লড়াই শেষে ইউরোর শেষ চার নিশ্চিত করেছে স্পেন। ২-১ ব্যবধানে জার্মানকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন।
ইউরোর শেষ আটের লড়াইয়ে দুই দলের ম্যাচটি হয়ে উঠে বেশ উপভোগ্য। লড়াই চলে সমানে সমান। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়।
বিরতির পরপরই স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৫১তম মিনিটে তরুণ তারকা ইয়ামালের পাস থেকে পাওয়া বল জার্মানিদের জালে জড়িয়ে দেন দানি ওলমো। ১-০ গোলে লিড নেওয়া স্পেন নির্ধারিত সময়ের শেষ মূহুর্ত পর্যন্ত লিড ধরে রাখে।
তবে ছেড়ে কথা বলেনি জার্মানিরা। নির্ধারিত সময়ের এক মিনিট আগেই ফ্লোরিয়ান ভিরৎজের গোলে সমতায় ফেরে জার্মানি। ১-১ গোলেই নির্ধারিত সময় শেষ হয়। খেলা গড়ায় তাই অতিরিক্ত সময়ে।
এরপরই ঘটে নাটকীয় ঘটনা। ১১৯তম মিনিটে মেরিনো জার্মানিদের কাঁদিয়ে স্পেনের জয় নিশ্চিত করেন। তার গোলেই ২-১ গোলে লিড নেয় স্পেন। এরপরই দুই হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের তারকা দানিয়েল কারভাজাল। দশ জনের দলে পরিণত হয় স্পেন।
জার্মানিরা শেষ মূুহূর্তে গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি। ২-১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। সাড়ে তিন দশক থেকে বড় টুর্নামেন্টে স্পেনকে হারাতে পারছে না জার্মান। সেই অপেক্ষা বাড়িয়ে ইউরোর মঞ্চ থেকে বাড়ি ফেরে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post