স্পোর্টস ডেস্কঃ দলবদল করলেন জার্মানির তারকা কাই হাভার্টজ। চেলসি থেকে তাঁকে দলে নিয়েছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনাল। তাঁর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে গানাররা। ২০২৮ সাল পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামের দলটির হয়ে খেলবেন জার্মান ফরোয়ার্ড।
হাভার্টজ নতুন ক্লাবে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে বায়ার লেভারকুজেন থেকে ৭ কোটি ১০ লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছিল চেলসি। সেই সময় যা ছিল ইংলিশ ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি। এবার তিনি মাঠ মাতাবেন আর্সেনালের হয়ে।
নতুন ক্লাবে যোগ দিয়ে বড় স্বপ্নের কথ বলেছেন হাভার্টজ। ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘অসাধারণ এই ক্লাবের অংশ হতে পারা এবং আর্সেনাল পরিবারের একজন হতে পারা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। এই ক্লাবের ইতিহাস অনেক সমৃদ্ধ এবং আশা করি, আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারব।’
চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪০টির মতো ম্যাচ খেলেছেন হাভার্টজ, গোল করেছেন ৩০টি। চেলসির হয়ে জিতেছেন ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ। ওই বছর ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপেও চেলসির শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি।
আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গেছে, গানাররা ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। পারে নি সবশেষ মৌসুমেও। মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে আছে ছিল শুরুতে। তবে লিগের শেষদিকে এসে খেই হারায় দলটি। ম্যানচেস্টার সিটি জিতে নেয় আরেকটি লিগ শিরোপা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০