রোমান সানা-দিয়া সিদ্দিকীকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল

0
87

স্পোর্টস ডেস্ক:: দেশ সেরা আরচার দিয়া সিদ্দিকী ও রোমান সানাকে ছাড়াই বিশ্বকাপের জন্য বাংলাদেশ আরচার দল ঘোষণা করা হয়েছে। চীনের সাংহাইয়ে ১৬ মে থেকে ২১ মে পর্যন্ত ওয়ার্ল্ডকাপ আরচারি স্টেজ-২’র খেলা অনুষ্টিত হবে।

বাংলাদেশ আরচার ফেডারেশন শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হওয়া আরচার রোমান সানাকে দলে নেয়নি। দলে জায়গা পাননি দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীও। ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ দিয়া সিদ্দিকীর পারফরম্যান্সে সন্তুুষ্ট হয়নি ফেডারেশন। তাই স্টেজ-২’র জন্য তাকে বিবেচনা করা হয়নি।

কোচ মার্টিন ফ্রেডরিক ৫জন আরচার নিয়ে চীনে যাচ্ছেন। ৬জন আরচার নেয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে বাদ দেওয়া হয়েছে একজন। দিয়া সিদ্দিকীকে শেষ মূহুর্তে দল থেকে বাদ দেওয়া হয়।

রোমান সানা আরচার ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। তিনি সতীর্থ এক নারী আরচারকে মারধর করেন। যার কারণে ফেডারেশন তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলো। পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে আবেদন করলে ফেডারেশন তার নিষেধাজ্ঞা তুলে নেয়।

তবে একটি শর্ত দেওয়া হয় রোমান সানাকে। তাকে ক্যাম্পে নেওয়া হবে না। তিনি অনাবাসিক থেকেই অনুশীলন ক্যাম্প করেছেন। তবে ক্যাম্প চলাকালেও ফেডারেশন কর্মকর্তাদের সন্তুুষ্টি আদায় করতে পারেননি। যার কারণে ওয়ার্ল্ডকাপ স্টেজ-২ থেকে বাদ পড়েছেন তিনি। তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here