স্পোর্টস ডেস্কঃ নতুন ক্লাব রোমার সাথে যোগ দিয়েছেন পাওলো দিবালা। আনুষ্ঠানিকভাবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিজেদের খেলোয়াড় হিসেবে সমর্থকদের কাছে পরিচিত করে দিয়েছে ইতালির ক্লাবটি। আর দলটার সমর্থকেরা দিবালাকে বরণ করে নিয়েছেন রাজার মতো। তার নতুন শুরুটা স্মরণীয় করে রাখল রোমা। সোমবার রাতে হাজার হাজার রোমা সমর্থক বরণ করে নিয়েছেন ক্লাবের নতুন এই মধ্যমণিকে।
রোমার খেলোয়াড় হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে দিবালা জানেন, লিগ জয়ের দৌড়ে রোমা বেশ পিছিয়ে, তাই বলে শিরোপা জেতার আশা ছেড়ে দিচ্ছেন না তিনি। দিবালা বলেন, ‘রোমা গত বছর গুরুত্বপূর্ণ এক ট্রফি জিতেছে, যা ভবিষ্যতে ভালো কিছু করার প্রেরণা দিচ্ছে। লিগ জয়ের জন্য আমাদের চেয়ে ভালো অবস্থায় বেশ কিছু ক্লাব রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য পূরণের জন্য ম্যাচপ্রতি চিন্তা করতে হবে।’
সোমবার স্থানীয় পালাজো দেলা সিভিলতা ইতালিয়ানাতে স্থাপন করা হয় মঞ্চ। সেখানে রোমার খেলোয়াড় হিসেবে দিবালাকে উন্মোচিত হওয়া দেখতে উপস্থিত তখন প্রায় আট হাজার সমর্থক। ঘোর লাগা দৃষ্টি নিয়ে রোমার জার্সি পরে ধীরে ধীরে মঞ্চে আসেন দিবালা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০