স্পোর্টস ডেস্কঃ বরখাস্ত করা হয়েছে জোসে মরিনহোকে। রোমা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি। বাজে পারফরম্যান্সের কারণে মরিনহোসহ তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ইতালিয়ান ক্লাবটি।
রোমার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবে আসার পর থেকে তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য আমরা রোমার সকলের পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ দিতে চাই। আমরা জোসে এবং তার সহকারীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছি।’
ক্লাবটির পক্ষ থেকে একইসাথে বলা হয় দলের ভালোর জন্যই বরখাস্ত করা হয়েছে মরিনহোকে। মূলত সিরি আ’তে খুব একটা সুবিধা করতে পারছে না রোমা। বর্তমানে ২০ ম্যাচ খেলে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান করছে দলটি। শেষ তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রোমা। এর আগে গেল দুই মৌসুমে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থেকে শেষ করেছে ক্লাবটি।
এমতাবস্থায় রোমা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে মরিনহোকে। সব মিলিয়ে তাই মরিনহোর এই ক্লাবে মেয়াদ থাকল ২ বছর ২০০ দিন। ২০২১ সালে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর রোমাতে নাম লিখিয়েছিলেন। এবার তাকে ছাঁটাই করেছে সেই ক্লাব।
যদিও রোমার হয়ে সাফল্য আছে মরিনহোর। দলকে ২০২২ সালে কনফারেন্স লিগ জিতিয়েছেন। গেল বছর তার অধীনে ইউরোপা লিগের ফাইনালও খেলেছে রোমা। তবে ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্স নেই। এবার ইউরোপা লিগেই খেলা শঙ্কায়। যার ফলে চেলসি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ম্যান ইউনাইটেডের সাবেক কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রোমা কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post