স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। শনিবার আগে ব্যাট করে ভারত ২৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করলেও বৃষ্টি ব্যাট হাতে নামতেই দেয়নি পাকিস্তানকে। পরিত্যক্ত ম্যাচে আগুনে বোলিং করেছেন শাহিন আফ্রিদি-নাসিম শাহ-হারিস রউফরা। ভারতের টপ অর্ডার দ্রুত ভেঙে দেন তারা।
ভারতেরর ইনিংসে প্রথম আঘাত হানেন আফ্রিদি। পঞ্চম ওভারের শেষ বলে এই বাঁহাতি পেসারের দারুণ ইনসুইঙ্গারে বোল্ড হন রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করেন তিনি। দুটি চার মেরে বিদায় নিতে ভারত অধিনায়ককে। রোহিত ফিরতেই বিরাট কোহলিকেও ফেরান শাহিন। বোল্ড আউট হয়ে ফেরার আগে ৭ বলে ৪ রান করেন তিনি। সপ্তম ওভারের তৃতীয় বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন কোহলি।
দ্রুত শিকার করা এই দুটি উইকেটের মধ্যে রোহিতের উইকেটটাই বেশি উপভোগ করেন আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, দুটো উইকেটই ছিল গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি রোহিতের উইকেটটি আমি আরও বেশি উপভোগ করেছি। আমার মনে হয়েছিল নতুন বলে অনেক পেস ও সুইং থাকবে। এরপর বল পুরোনো হলে আরও সহজ (খেলতে) হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০