স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভাঙনের সুর। ফ্র্যাঞ্চাইজিটিতে এবারের মৌসুমে হার্দিক পান্ডিয়া ফেরার পর তাকে অধিনায়কও করা হয়। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক ও মুম্বাইকে পাঁচ বার শিরোপা এনে দেওয়া রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিককে অধিনায়ক করা মেনে নিতে পারেননি অনেক ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে দর্শকরা।
টুর্নামেন্ট শুরুর পর যখন হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে মুম্বাই, তখন গুঞ্জন উঠে এবারের আসরের পরই মুম্বাই ছাড়তে চলেছেন রোহিত। নিজের অধিনায়কত্ব কেড়ে নেওয়া মেনে নিতে পারেননি তিনি। এছাড়া দলের মধ্যেও ভাঙনের সুর উঠে। তাই আসর শেষ করেই দল ছাড়তে পারেন। সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে, যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কথা শোনা যায়।
এবার আগ্রহ প্রকাশ করল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও। দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, সুযোগ থাকলে রোহিত শর্মাকে অবশ্যই দলে নিতে চান তিনি। এক সাক্ষাৎকারে মেগা নিলামে রোহিত শর্মাকে দলে নেওয়ার সুযোগের প্রশ্নে জানিয়েছেন, ‘রোহিত শর্মা! আপনার কী মনে হয় সে মুম্বাই ছেড়ে আসবে বা মুম্বাই তাঁকে ছাড়তে চাইবে? যদি এমনটা হয়, তাহলে বনি-বনাটা আপনিই করুন! আমি চাইব সে এলএসজিতে খেলুক।’
Discussion about this post