স্পোর্টস ডেস্কঃ সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ঝড় তুললেন রোহিত শর্মা। এই অভিজ্ঞ ওপেনারের তাণ্ডবে রীতিমতো বল ফেলার জায়গা খোঁজে পাচ্ছিলেন না অজি বোলাররা। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের গুঁড়িয়ে সেঞ্চুরির পথে ছিলেন রোহিত। তবে কাছাকাছি গিয়েও মাইলফলক ছুঁতে পারেননি। ভারত অধিনায়ক সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপে পুড়লেও বড় সংগ্রহ পেয়েছে দল।
সোমবার সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেছেন রোহিত। টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিনও শুরুতে বিরাট কোহলিকে হারায়। ৫ বল খেলে শূন্য করে আউট হন তিনি। তাতে বিচলিত হননি রোহিত। এক প্রান্তে ঋষভ পান্ত-সূর্যকুমারদের দর্শক বানিয়ে চারে-ছয়ে খেলেন দুর্দান্ত ইনিংস। ১১.২ ওভারে দলের রান ১২৭ এ নিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক।
রোহিত খেলেন ৪১ বলে ৯২ রানের ইনিংস। যে ইনিংসে আটটি ছক্কা ও সাতটি চারের শট ছিল। তার আগে আউট হওয়া ঋষভ ১৪ বলে ১৫ রান যোগ করেন। সূর্যকুমার খেলেন ১৬ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কার শট আসে। দলের দুর্দান্ত শুরু হলেও শিভাম দুবে ঝড় তুলে খেলতে পারেননি। তিনি ২২ বলে দুই চার ও এক ছক্কায় ২৮ রান যোগ করেন। তবে হার্ডিক পান্ডিয়া ছিলেন মারকুটে মুডে। তিনি খেলেন ১৭ বলে ২৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মিশেল স্টার্ক। জস হ্যাজলউড দুর্দান্ত বোলিং করেছেন। ঝড়ের মধ্যেও ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা যথাক্রমে ৪৮ ও ৪১ রান দিয়েছেন। মার্কো স্টইনিস ২ উইকেট নিলেও ৪ ওভারে ৫৬ রান হজম করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post