স্পোর্টস ডেস্কঃ রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর এতেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন।
অ্যাডিলেডে উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল এক পুঁজি পায় অস্ট্রেলিয়া। দলের হয়ে দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাক্সওয়েল একাই খেলেন ৫৫ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১২০ রানের অপরাজিত ইনিংস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার পঞ্চম সেঞ্চুরি। এই ফরম্যাটে রোহিত শর্মার সাথে যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির এখন ম্যাক্সওয়েলের। দুজন যৌথভাবে ভাগাভাগি করছেন রেকর্ড। এর আগে রোহিতের একক আধিপত্য থাকলেও, ম্যাক্সওয়েলের সাথে ভাগাভাগি করতে হবে সেটি।
ম্যাক্সওয়েলের সেঞ্চুরির ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া দলও। দুই ইনিংস মিলিয়ে ৪৪৮ রান হয়েছে ম্যাচটিতে। অস্ট্রেলিয়ার ২৪১ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৭ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। এতেই এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করেছে ক্যারিবিয়ানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post