স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানকেও হারাল ভারত। তাতে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। দিল্লিতে বুধবার আগে ব্যাট করে ২৭২ রান করে আফগানরা। রান তাড়ায় রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৮ উইকেটের জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৪৭ রান আসে ইশান কিশানের ব্যাট থেকে। রান তাড়ায় ভারত তৃতীয় ওভার থেকে পায় ‘রোহিত সাইক্লোন’। তৃতীয় ওভারের তৃতীয় বলে ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চার মারেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে ভারতীয় অধিনায়ক বাউন্ডারি মেরেছেন মুজিব-উর-রহমানকে। এরপর পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন রোহিত।
বিশ্বকাপে হাজার রান করতে ভারতীয় অধিনায়কের লেগেছে ১৯ ইনিংস। বিশ্বকাপে দ্রুততম হাজার রান করার রেকর্ডে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রোহিত। ঝড়ো ইনিংস খেলার পথে ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা নেই আর কারও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের ইনিংসে তৃতীয় ছক্কায় ক্রিস গেইলের ৫৫৩ ছক্কা ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। আজ নামের পাশে ৫৫১টি ছক্কা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন।
ইনিংসের সপ্তম ওভারে ফজলহক ফারুকিকে পুল করে মারা ছক্কায় গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত। পরের ওভারে নাভিন-উল-হককে আরেকটি পুলে মারা ছক্কায় গেইলকে ছাড়িয়ে যান এই ওপেনার। ভারতের উদ্বোধনী জুটিতে ১৫৬ রানের মধ্যে ইশান কিশানের অবদান ছিল মাত্র ৪৭ রানের। অন্য প্রান্তে টর্নেডো বইয়ে দেন রোহিত। শেষ পর্যন্ত ১৬ চার ও ৫ ছক্কায় তিনি থেমেছেন ১৩১ রানে। এরপর বিরাট কোহলির অর্ধশতকে ৯০ বল ও ৮ উইকেট হাতে রেখেই বিশাল ব্যবধানে টানা দ্বিতীয় জয় পেল ভারত।
৫৬ বলে ৬ চারে ৫৫ রানে অপরাজিত থাকেন কোহলি। শ্রেয়াস আইয়ার করেন ২৩ বলে ২৫ রান। আফগানিস্তানের হয়ে ৮ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানরা। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন শহিদী। ৮৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার ও ১ ছক্কা। ফিফটির দেখা পান আজমাতউল্লাহ ওমরজাইও। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০