স্পোর্টস ডেস্ক:: সেন্ট লুসিয়া টেস্টের পর আইসিসির হালনাগাদ করা র্যাংকিং দারুণ উন্নতি হয়েছে খালেদের। বল হাতে দুর্দান্ত এই পেসার ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে আছেন। ব্যাট হাতে খুব একটা ভাল করতে না পারলেও ১১ ধাপ উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের অবনতি হয়েছে। টেস্টের অলরাউন্ডার র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে তিনি নেমেছেন তিনে। আগে ছিলেন দুইয়ে। প্রথম টেস্টের পর উন্নতি ঘটেছিলো তার। দ্বিতীয় টেস্টে খারাপ পারফর্মের কারণে ১৮ রেটিং পয়েন্ট হারিয়ে দুই থেকে তিনে নেমেছেন তিনি।
প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও দারুণ বোলিং করেন পেসার খালেদ আহমদ। শিকার করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। বোলিং র্যাংকিং তাই ৯ ধাপ এগিয়ে এখণ তিনি ৮৮তম স্থানে অবস্থান করছেন।বোলিং র্যাংকিংয়ে মিরাজও একধাপ এগিয়ে আছেন ত্রিশে। ২৮তম স্থানে থাকা সাকিব দ্বিতীয় টেস্টে উইকেট শুন্যতায় একধাপ পিছিয়ে এখন ২৯তম স্থানে গেছেন।
দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ব্যাটার নাজমুল হোসেন শান্ত ২৬ ও ৪২ রান করেন।ফলে ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। ১১ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৮৮তম স্থানে। হেরে যাওয়া টেস্টে বাংলাদেশ ইনিংস হারের লজ্জা থেকে বাঁচান সোহান। অপরাজিত ৬০ রানের সুবিধা ১৪ ধাপ এগিয়েছেন তিনি। অবস্থান করছেন ৮৪ নম্বরে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজে বাংলাদেশ ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে। ব্যাটাররা চরম ব্যর্থ হয়েছেন। বোলারদের কল্যাণে কিছুটা লড়াই হয়েছে।
দলগত সাফল্য না মিললেও ব্যক্তিগত অল্প অল্প পারফর্মে পেসার সৈয়দ খালেদ হোসেন, স্পিনার মেহেদী হাসান মিরাজ, ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানরা র্যাংকিংয়ে উন্নতি ঘটিয়েছেন। ব্যাট-বল হাতে নিষ্প্রাণ সাকিব আল হাসানের অবনতি হয়েছে হালনাগাদ করা র্যাংকিংয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০