স্পোর্টস ডেস্কঃ আইসিসি প্রকাশিত সবশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসের। দুইজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে শান্ত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা র্যাঙ্কিং। লিটন এগিয়েছেন ৯ ধাপ, আছেন ২২ নম্বরে।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজের প্রথম ম্যাচে শান্ত ৩০ বলে ৮ চারে ৫১ রানের ইনিংস খেলে দলকে জেতানোয় অবদান রাখেন। এরপর দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৩ চারে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আর মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৬ বলে ১টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি।
এদিকে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন ওপেনার লিটন, করেন কেবল ১২ ও ৯ রান। তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ডানহাতি ব্যাটার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। ফলে র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৯ ধাপ।
র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post