স্পোর্টস ডেস্ক:: আইসিসি র্যাঙ্কিংয়ে বড় চমক দেখালো পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেছনে ফেলেছে বাবর আজমের দল। ২০১৯-২০ মৌসুমের ম্যাচগুলোার ফলাফল বিবেচনা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার হালনাগাড় র্যাঙ্কিং প্রকাশ করে।
র্যাঙ্কিং বিবেচনায় ২০২২ সালের মে মাসের আগের ম্যাচগুলাের মান ধরা হয়েছে ৫০ শতাংশ। পরের ম্যাচগুলোর মান ধরা হয়েছে ১০০ শতাংশই। তাতে ভারতকে পেছনে ফেলেছে পাকিস্তান। তবে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
দিন দু’এক আগে নিউজিল্যান্ডকে টানা চার ম্যাচ হারিয়ে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে ছিলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে হেরে দলটি আবার তিনে নেমে যায়। তবে দ্রুতই আবারো উপরে উঠলো দলটি।
সর্বোচ্চ ১১৮ রেটিং নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ভারত ১১৫ রেটিং নিয়ে তালিকায় আছে তিন নম্বরে। চারে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৪। ১০১ রেটিং নিয়ে পাঁচে আছে ইংল্যান্ড। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ইংল্যান্ডের সমান। সাতে থাকা বাংলাদেশের রেটিং ৯৭।
বাংলাদেশের পরেই আছে আফগানিস্তান। আটে থাকা রশিদ খানদের রেটিং ৮৮। নয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং ৮০। দশে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৭২। জিম্বাবুয়ে ৫১ রেটিং নিয়ে এগারোতম স্থানে আছে। টেস্ট খেলুড়ে আরেক দেশ আয়ারল্যান্ড ৪৭ রেটিং নিয়ে ১২তম স্থানে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০