স্পোর্টস ডেস্কঃ ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সিংহাসন ধরে রেখেছে। বিশ্ব চ্যাম্পিয়নরা আজ ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে অবস্থানটা আরও দৃঢ় করেছে। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়াল লিওনেল মেসিরা। লাতিন আমেরিকা জায়ান্টদের পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৫১.৪১। গত জুলাইতে সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্ট ছিল ১৮৪৩.৭৩।
চলতি মাসে আর্জেন্টিনা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দুটি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অভিযানের শুরুতে মেসির গোলে ১–০ ব্যবধানে ইকুয়েডরকে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে ৩–০ গোলে বলিভিয়াকে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ সাফল্যের কারণে রেটিং পয়েন্টও বেড়েছে আর্জেন্টিনার। র্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে ব্রাজিল।
র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিলের পরেই আছে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে আটে উঠেছে পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে। এদিকে বাংলাদেশও যথারীতি ১৮৯ নম্বরে আছে। তবে এ মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ড্র করা জামাল ভূঁইয়ার দলের রেটিং পয়েন্ট ১.৭৯ বেড়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০