স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাস ও তামিম ইকবাল। বাংলাদেশের এই দুই তারকা ক্যারিবিয়ান সফরে উইন্ডিজকে হোয়াইটওয়াশের সিরিজের পারফর্ম করেছিলেন ব্যাট হাতে। যারই পুরষ্কার পেয়েছেন দুজন।
লিটন দাস ও তামিম ইকবাল দুজনই দুই ধাপ করে উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে। আগে ৩২তম স্থানে থাকলেও, এখন ৩০ নম্বরে ওঠে এসেছেন লিটন দাস। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৬১৫ রেটিং পয়েন্ট এখন লিটনের নামের পাশে।
এদিকে তামিম ইকবালও দুই ধাপ উন্নতি করেছেন। তিনি এখন ওঠে এসেছে ১৭ নম্বরে। আগে ছিলেন ১৯ নম্বরে। তামিম ইকবালের নামের পাশে বর্তমান রেটিং পয়েন্ট ৬৭৯। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজজুড়ে পারফর্মেন্সই এমন উন্নতির মূল কারণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা