স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপের আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। ১৪ বছর পর দুই দলের দেখায় বাংলাদেশের জন্য মূহুর্তটা অসাধারণ হয়ে রইল। এশিয়ান গেমসে যাওয়ার আগে প্রস্তুতিটা দারুণ হয়েছে জামাল ভূঁইয়াদের।
ইন্দোনেশিয়াকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা তুলনামূলক শক্তিশালী দলকে রুখে দিয়ে বেশ ভালোভাবে প্রস্তুতি সারল বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৯ নম্বরে থাকা ইন্দোনেশিয়া ধরাশায়ী হয়েছে ১৮৮ নম্বরে থাকা বাংলাদেশের কাছে, বললে মোটেও ভুল কিছু বলা হবে না!
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে চোটে জর্জরিত বাংলাদেশ বেশ পরিবর্তন নিয়েই মাঠে নামে। তবে সুযোগ পাওয়া ফুটবলাররা নিজেদেরকে নিংড়ে দিয়েছেন। শক্তির বিচারে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া স্বাভাবিকভাবেই আক্রমণে এগিয়ে ছিল। তবে বাংলাদেশ দল তাদেরকে কোনো গোল করতে দেয়নি।
৪-৪-২ পজিশনে ক্যাবরেরার শিষ্যরা নির্ধারিত ৯০ মিনিট ও যোগ করা আরও ৫ মিনিট, সব মিলিয়ে ৯৫ মিনিট ইন্দোনেশিয়াকে গোল বঞ্চিত রাখতে পেরেছে। নিজেরা বেশ কিছু আক্রমণ করে। তবে গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরাও। তবে এই গোলশূন্য ড্র মোটেও জয়ের থেকে কম কিছু নয়।
এর আগে সবশেষ ৩৭ বছর আগে ১৯৮৫ সালে কায়েদ-ই-আজম ট্রফিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এবার সেই ড্র’য়ের স্মৃতি ফিরে এলো ১৪ বছর পর দুই দলের দেখায়। ২০০৮ সালে সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা