স্পোর্টস ডেস্কঃ রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বের মিশন। আগামীকাল ৮ জুন বুধবার থেকে শুরু হতে যাচ্ছে গ্রুপ ‘ই’র এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত পর্ব। উদ্বোধনী দিনেই ফিফা র্যাঙ্কিংয়ের ৯৯ নম্বরে থাকা বাহরাইনের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত দেশটির জাতীয় স্টেডিয়াম বুকেট জলিলে আয়োজিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় বিকাল ৩.১৫টায় শুরু হবে এই ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ৮৯’তে আর বাংলাদেশের অবস্থান ১৮৮। দুই দলের ম্যাচে কারা ফেবারিট, এই ব্যবধানই বলে দিচ্ছে সবকিছু।
তবে এখনই হাল ছাড়তে নারাজ বাংলাদেশ। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া হুঙ্কার দিয়েছেন। জানিয়েছেন, তারা লড়াই করতে প্রস্তুত। শক্তিশালী বাহরাইনকে ‘চমক’ দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশকে সহজ লক্ষ্য হিসেবে ভাবলে ভুল হবে। নিজেদের সেরাটা দিয়ে লড়বে ক্যাবরেরার শিষ্যরা।
জামাল বলেন, ‘আমার মনে হয়, দলগুলো বাংলাদেশকে সহজ লক্ষ্য হিসেবে নিচ্ছে। তবে আমি মনে করি খেলোয়াড়দের মাথায় ভিন্ন কিছু আছে। আশা করি আমরা চমক দিতে পারব। আমরা জানি, কাল বড় একটা ম্যাচ হতে যাচ্ছে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘গেল কয়েকদিন আমরা কোচের সাথে ভিডিও সেশন করেছি। বাহরাইন ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুত আমরা। অবশ্যই কিছু কমতি আছে আমাদের। সব দলেরই কমতি থাকে, বিষয়গুলো নিয়ে প্রধান কোচের সাথে আলোচনা করেছি। সব মিলিয়ে আত্মবিশ্বাসী আমরা। যদি আমাদের খেলার পরিকল্পনা ভালোভাবে যায়, তাহলে ম্যাচ থেকে ভালো কিছু বের করে আনতে পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা