স্পোর্টন ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইলো মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়েছে এলিমিনেটর ম্যাচে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া গুজরাট টাইটান্সে হারাতে পারলেই ফাইনালে চেন্নাইয়ের সঙ্গী হবে মুম্বাই। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যাওয়া গুজরাট টাইটান্সও ফাইনালে যাওয়ার অপেক্ষায়। দ্বিতীয় সুযোগে মুম্বাইকে হারাতে পারলেই মিলবে ফাইনালের টিকিট।
এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করা মুম্বাই ইন্ডিয়ান্স ১৮২ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা লখনৌ আকাশের বোলিং তোপে মাত্র ১০১ রানেই গুটিয়ে গেছে। ৮১ রানের দুর্দান্ত এক জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করলো দলটি।
চেন্নাইয়ের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ছোট ছোট ঝড়ে ৮ উইকেটে ১৮২ রান তুলে দলটি। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেছেন কেমেরন গ্রিন। ২৩ বলের ইনিংস সাজিয়েছেন ছয় চার ও এক ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন সূর্যকুমার যাদব। ২৬ রান এসেছে তিলক বার্মার ব্যাট থেকে। অধিনায়ক রোহিত করেছেন ১১ রান। ২৩ রান আসে নিহালের ব্যাট থেকে।
লখনৌর হয়ে নাভিন ৪টি ও ইয়াশ ৩টি করে উইকেট লাভ করেন।
১৮৩ রানের টার্গেটে খেলতে নামা লখনৌ শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ব্যাট হাতে কেউ উইকেটে তীতু হতে পারেননি। কিছুটা লড়াই করা মার্কোস স্ট্রয়নিস রানআউটে ফেরারই প্লে-অফ থেকে দলটির বিদায় নিশ্চিত হয়ে যায়। আকাশের বোলিং তোপে ১৬.৩ ওভারে ১০১ রানেই থেমে যায় দলটির ইনিংস।
পাঁচ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪০ রানের সর্বোচ্চ সংগ্রহের ইনিংস খেলেন মার্কোস স্ট্রয়নিস। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন ওপেনার কাইল মায়ার্স। ১৩ বলের ইনিংসে ছিলো তিন বাউন্ডারি। ১৫ রান এসেছে দীপক হুডার ব্যাট থেকে।
মুম্বাইয়ের হয়ে আকাশ ৫টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post