স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। ফলে বাধ্য হয়ে এই ওপেনারের বদলি নিতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে। দলটি স্কোয়াডে নিয়েছে করুণ নায়ারকে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। এর আগে দলটি হারিয়েছে পেসার জয়দেব উনাদকাটকে। তবে তার বদলি হিসেবে এখনো কাউকে দলে নেয় নি লখনৌ।
এদিকে আইপিএলের বিগত আসরগুলোতে খেলা নায়ার এবার শুরুতে পান নি দল। তবে আসরের শেষ দিকে এসে ডাক পড়ল এই ব্যাটারের। ভারতের হয়ে ইতোমধ্যে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আইপিএলে ৬৮ ইনিংসে ব্যাট করতে নেমে নায়ার ২৩.৭৫ গড়ে ১৪৯৬ রান সংগ্রহ করেছেন, স্ট্রাইকরেট ১২৭.৭৫।
আইপিএলে নায়ারের ১০টি হাফসেঞ্চুরি আছে। এ তারকা ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে নিজের খেলা সবশেষ আইপিএলে দ্যুতি ছড়াতে পারেন নি তিনি। ফলে এবারের নিলামে অবিক্রীত থেকে যান এই ব্যাটার। অবশেষে খেলার জন্য ডাক পেলেন নায়ার। সেটা রাহুলের ছিটকে যাওয়ায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post