স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল ভারত।
রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা ৬ উইকেটে হারিয়েছে কিউইদের। প্রথম টি-টোয়েন্টি ২১ রানে জিতেছিলো তাসমান সাগরপাড়ের দেশটি। দু’দলের তিন টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।
লখনৌতে আগে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলেও তিন অঙ্ক ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। যুজবেন্দ্র চাহাল-কুলদীপ যাদবদের ঘূর্ণিতে আটকে যায় ৯৯ রানে। সেই রান তাড়া করতেই গলদঘর্ম অবস্থা হয় ভারতের। ম্যাচ শেষে লখনৌর উইকেট নিয়ে সমালোচনা করেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ম্যাচ শেষে পান্ডিয়া বলেন, ‘সত্যি কথা বলতে এটা অবাক করা উইকেট। দুটি ম্যাচ, আমরা যে ধরনের উইকেটে খেলেছি… আমি কঠিন উইকেটে খেলতে আপত্তি করি না, আমি সেটার জন্য পুরোপুরি প্রস্তুত থাকি। কিন্তু এই দুটি উইকেটই টি-টোয়েন্টির জন্য তৈরি নয়।’
পান্ডিয়া আরো বলেন, ‘ওরা (নিউজিল্যান্ড) আমাদের চেয়েও বেশি বল ঘোরাতে পেরেছে। শিশির পড়লেও বোলিং করতে খুব একটা সমস্যা হয়নি। এ ধরনের পিচে ১২০ রান জয়ের জন্য যথেষ্ট।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post