নিজস্ব প্রতিবেদক:: খেললো দুই দল। সেমিফাইনালে থেকে বাদ পড়লো আরেক দল। শ্রীলঙ্কা জিতলো ম্যাচ খেলা দুই দলই বাদ পড়ে যেতো। ইংল্যান্ড-শ্রীলঙ্কার বদলে তখন সেমিতে খেলতে অস্ট্রেলিয়া। কিন্তুু সেটি আর হলো না। লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর তাতে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়াকে।
আইসিসি টি-২০ বিশ্বকাপের গ্রুপ এক থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। লঙ্কানদের দেওয়া ১৪২ রানের লক্ষ্য জস বাটলার, এ্যালেক্স হেলস ও বেন স্টোকসের ব্যাটে টপকে গেছে ইংল্যান্ড।
টার্গেটে খেলতে নামা ইংল্যান্ড দুই ওপেনার জস বাটলার ও এ্যালেক্স হেলসের ব্যাটে দারুণ শুরু পায়। ৭.২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে তারা তুলে নেন ৭৫ রান। জস বাটলারের বিদায়ে ভাঙে তাদের জুটি। দুই চার ও এক ছয়ে ২৩ বলে ২৮ রান করেন ইংলিশ অধিনায়ক। এরপরই ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা চাপেও পড়ে যায় ইংল্যান্ড।
বাটলারের বিদায়ের এক ওভার পরেই ফিরে যান আরেক ওপেনার হেলস। দশম ওভারের প্রথম বলে দলীয় ৮২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। সাত চার ও এক ছয়ে ৩০ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলা হেলসকে সাজঘরে পাঠান পরপর দুই উইকেট শিকার করা ডি সিলভা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংলিশদের হয়ে হাল ধরেন বেন স্টোকস। এক প্রান্ত আগলে রেখে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৬ রানে। ৩৭ বলের ইনিংসটি সাজান তিন চারে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
লঙ্কানদের হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা, হাসরাঙ্গা ডি সিলভা ও লাহিরু ২টি করে উইকেট লাভ করেন।
এর টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা পাথুম নিশাঙ্কার বিধ্বংসী ফিফটিতে মাঝারি পূঁজি সংগ্রহ করেছে। লঙ্কানরা জিতলেই অস্ট্রেলিয়া পাবে সেমির টিকিট। কুশল মেন্ডিস ও নিশাঙ্কার উদ্বোধনী জুটি থেকে শ্রীলঙ্কা তুলে নেয় ৩৯ রান।
ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ব্যক্তিগত ১৪ বলে ১৮ রানে সাজঘরে ফিরেন কুশল মেন্ডিস। অর্ধশতকের আগেই প্রথম উইকেট হারানো লঙ্কানরা দলীয় শতকের আগেই হারায় তিন উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা। দুই চার ও পাঁচ ছয়ে ৪৫ বলে ৬৭ রান করা এই ব্যাটারকে থামান আদিল রশীদ। দলীয় ১১৮ রানে চতুর্থ উইকেটে তার বিদায়ের পরই থেমে যায় লঙ্কানদের রানের চাকা। বলার মতো ২২ রান আসে ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে মার্কউড ৩টি, বেন স্টোকস, ক্রিক ওয়াকস, আদীল রশিদ ও স্যাম কুরানরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০