স্পোর্টস ডেস্ক:: এক দিন আগেই আফগান ক্রিকেটার বলেছিলেন, শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ ‘দুর্বল’ প্রতিপক্ষ। এবার আফগানদের কাছে হারের পর লঙ্কান ক্রিকেটার বললেন- তাদের কাছে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ ‘দুর্বল’ প্রতিপক্ষ। বাংলাদেশকে হারিয়েই তারা সুপার ফোরে খেলতে চান।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানদের কাছে এক প্রকার উড়ে গেছে শ্রীলঙ্কা। মোহাম্মদ নবীর দল ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। আফগান বোলারদের তোপের মুখে পড়ে পড়ে লঙ্কানরা মাত্র ১০৫ রানেই গুটিয়ে যান। জবাবে খেলতে নামা আফগানিস্তান হেসে খেলেই জয় নিশ্চিত করে সুপার ফোরে এক পা দিয়ে রাখে।
আফগানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শানাকা বললেন, প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে ‘দুর্বল’ প্রতিপক্ষ। এক সাকিব ছাড়া টাইগারদের তেমন কোনো বড় ক্রিকেটার নেই। টাইগারদের বিপক্ষে তারা অনেক খেলেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান।
শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি, ফিজ অনেক ভাল বোলার। সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের তেমন বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশ অনেক সহজ প্রতিপক্ষ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০