স্পোর্টস ডেস্ক:: ৫০৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে একাই লড়লেন বাবর আজম। শেষ পর্যন্ত তার লড়াইও বৃথা গেলো লঙ্কান দুই স্পিনারের ঘূর্ণি জাদুতে। পাকিস্তানকে মাত্র ২৬১ রানে গুটিয়ে দিয়েছেন লঙ্কান দুই স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ও রমেশ মেন্ডিস। ১০ উইকেটের ৯টিই শিকার করেছেন এই দুই স্পিনার। সফরকারীদের একজন ব্যাটার হয়েছেন রানআউট।
গলে নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৭৮ রানে। জবাবে খেলতে নামা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৩১ রানে। বড় লিড নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৩৬০ রানে। তাতেই চতুর্থ ইনিংসে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৫০৮ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান শেষ দিনে গুটিয়ে যায় ২৬১ রানে। তাতেই ২৪৬ রানের বড় জয়ে সিরিজ সমতায় আসে শ্রীলঙ্কা।
তবে ব্যাট হাতে লড়াই করেন পাক অধিনায়ক বাবর আজম। দলের ২৬১ রানের মধ্যে তার ব্যাট থেকেই আসে ৮১ রান। বিপর্যয়ে দাঁড়িয়ে তিনি ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন। ইনিংসের ৬৬তম ওভারের তৃতীয় বলে দলীয় ২০৫ রানে ষষ্ট উইকেটে বাবর ফিরে গেলে পাকিস্তানের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। ছয় চার ও এক ছয়ে ১৪৬ বলে নিজের ইনিংসটি সাজান তিনি।
লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ৩২ ওভারে ৫ মেডেনে ১১৭ রানে শিকার করেন ৫টি উইকেট। একে একে ফিরিয়ে দেন পাকিস্তানের ব্যাটার আব্দুল্লাহ শফিক, অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আজহা সালমান ও ইয়াসির শাহকে।
আরেক স্পিনার রমেশ মেন্ডিস ৩০ ওভার বোলিং করে ৭ ওভারের কোনো রান দেননি। ১০১ রানে শিকার করেন ৪টি উইকেট। একে একে ফিরিয়ে দেন ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী ও নাঈম শাহকে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়। সিরিজের প্রথম ম্যাচটি রেকর্ড গড়ে চতুর্থ ইনিংসে চারশোর বেশি রান করে জিতে ছিলো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টটি ২৪৬ রানে জিতলো স্বাগতিক শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০