স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাক পেয়েছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। দুজনকে দুটি ভিন্ন দল থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। গণমাধ্যমকে নিজেরাই বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
এর মধ্যে তাসকিন আহমেদকে খেলার প্রস্তাব দিয়েছে ডাম্বুলা অউরা। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করা তাসকিন খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে। আর সেখানে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তিন ম্যাচ খেলে ইতিমধ্যেই ৫ উইকেট শিকার করেন।
আর এর ফলেই এলপিএলে খেলার প্রস্তাব পান তাসকিন। বাংলাদেশের এই গতি তারকাকে পেতে, নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ডাম্বুলা। দেখার পালা, তাসকিন শেষ পর্যন্ত সেখানে খেলেন কি না। এর আগে বিভিন্ন সময় আইপিএলসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ ও কাউন্টি ক্রিকেট থেকে ডাক এসেছে তাসকিনের।
এদিকে তাসকিনই নয়, আরও এক বাংলাদেশী তাওহীদ হৃদয়কে প্রস্তাব দেওয়া হয়েছে এলপিএলে খেলার। সেখানকার ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস প্রস্তাব দিয়েছে হৃদয়কে। বাংলাদেশের এই তরুণ ব্যাটারকে মূলত বদলি হিসেবে চেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
দলটির বিদেশি তারকা শোয়েব মালিক আছেন কানাডায়। সেখানে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। সেই লিগে খেলার কারণে, এলপিএলের শুরুতেই যোগ দেওয়া হচ্ছে না মালিকের। যার কারণে মালিক যত সময় পর্যন্ত দলে যোগ না দিচ্ছেন, ততদিন হৃদয়কে চায় জাফনা। জানা গেছে, ইতিমধ্যেই বিসিবি থেকে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন।
এলপিএলের আগামী আসরের পর্দা উঠবে ৩০ জুলাই। ফাইনালের মধ্য দিয়ে ৬ দলের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২০ জুলাই।
Discussion about this post