স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ এক জয় পেয়েছে বি-লাভার ক্যান্ডি। গল টাইটান্সকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যান্ডি। এদিন গলের হয়ে ব্যাট-বলে ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি সুপারস্টার।
অপরদিকে ক্যান্ডির হয়ে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাট হাতে ৬৪ রানের বিস্ফোরক ইনিংসের পর বল হাতে ৪টি উইকেটও শিকার করেছেন। এই জয়ে এক লাফে টেবিলের তলানি থেকে, শীর্ষে উঠে গেছে ক্যান্ডি।
পাল্লেকেল্লেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে ক্যান্ডি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলে ৬৪ রানের টর্নেডো এক ইনিংস খেলেন হাসারাঙ্গা। ২৩৭’র বেশি স্ট্রাইক রেটের ইনিংসে ৯ বাউন্ডারির সাথে হাঁকান ২ ছয়ও। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে ৮৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন চতুর্থ উইকেটে।
সেই ম্যাথিউস ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন ওপেনার ফখর জামান। দীনেশ চান্দিমাল ২৫ ও মোহাম্মদ হারিস করেন ১৭ রান।
গলের হয়ে লাহিরু সামারাকুন ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করে দলের সেরা বোলার। ৩ ওভারে ৩১ রান খরচ করলেও, কোনো উইকেটের দেখা পাননি সাকিব।
২০৪ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে পড়ে গল। টাইটান্সরা একেবারেই লড়াই করতে পারেনি। ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৬ রান করেন লোয়ার মিডল অর্ডারে নামা লাহিরু সামারাকুন। ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ১৭ বলে ২৭ রান করেন। এর বাইরে ২৫ রান আসে আশান প্রিয়াঞ্জনের ব্যাট থেকে।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বলে ১ বাউন্ডারিতে মাত্র ১১ রান করেন সাকিব। বল হাতের পর ব্যাট হাতেও ব্যর্থ হন বাংলাদেশের এই বাঁহাতি তারকা। দলকেও দেখতে হয় বিশাল হার।
ক্যান্ডির হয়ে ৩.৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। নুয়ান প্রদীপ ৩টি ও মুজিব উর রহমান ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post