স্পোর্টস ডেস্কঃ প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার ৫ উইকেটের বড় জয় পেয়েছে আইসিসির সহযোগী দেশটি। আগে ব্যাট করে বাংলাদেশ দাঁড় করায় ১৫৩ রানের পুঁজি। জবাব দিতে নেমে বড় জয় পায় স্বাগতিকরা। দলের এমন বাজে হারের পর হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন কষ্টের কথা।
লিপু বলেন, ‘যেকোনো হারই কষ্টের ব্যাপার এবং এখানে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতির মধ্য দিয়েই আমরা যাচ্ছি। নিশ্চয়ই এটা হতাশার, এখানে কোনো সন্দেহ নেই। একটা দুটা বিচ্ছিন্ন পারফরম্যান্সের থেকে দল হারলেও যদি দলগত পারফরম্যান্স ভালো হয়, প্রতিটা বিভাগে যেটা আশা করা হচ্ছিল, সেটা হচ্ছে না। আমার মনে হয় দুশ্চিন্তার কারণটা একটু বেশি।’
এইচপির কার্যক্রম নিয়ে লিপু বলেন, ‘এটা তো একটা লার্নিং প্রসেস। এখান থেকেই তারা (তিন লেগ স্পিনার) পরিশোধিত হয়ে ক্রমেই ওপরের দিকে উঠবে। যারা প্রথম এসেছে তাদের কারও কারও এক বছরেই নাও হতে পারে। আরও বেশিও লাগতে পারে। কেউ যদি প্রতিশ্রুতিশীল হয়, প্রতিভাবান হয়। তার বয়স যদি অনুকুলে থাকে তাহলে আরও বেশি সময় রেখে কাজ করা যেতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post