স্পোর্টস ডেস্ক:: অল্প পূঁজি নিয়েও লড়াই করছে পাকিস্তান। অ্যালেক্স হেলস, পিল সল্ট ও জস বাটলারের পর এবার তুলে নিয়েছে হ্যারি ব্রুকসের উইকেট। শাদাবের বলে দলীয় ৮৪ রানে চতুর্থ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। শাহীন শাহ আফ্রিদী দারুণ এক ক্যাচে ফিরিয়েছেন ইংলিশ এই ব্যাটারকে।
বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে দারুণ শুরু করলো পাকিস্তান ইনিংসের প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদীর শিকারের পর এবার দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন হারিস রউফ। মাত্র ১৩৮ রানের পূঁজি নিয়ে দারুণ শুরু করলো পাকিস্তান। প্রথম ওভারেই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন শাহিন শাহ আফ্রিদী। দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালে বাটলার-হেলস দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতিয়ে ছিলেন।
হেলসের বিদায়ের পর উইকেটে আসা পিল সল্টকে প্যাভেলিয়েন ফেরত পাঠান হারিস রউফ। দলীয় ৩২ রানে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে দ্বিতীয় উইকেট হারিয়েছে ইংলিশরা। দুই চারে ৯ বলে ১০ রান করেছেন সল্ট। ইনিংসের ষষ্ঠ ওভারে বড় ধাক্কা খায় ইংল্যান্ড।ওভারের তৃতীয় বলে হারিস রউফ দলীয় ৪৫ রানের মাথায় বাটলারকে ফেরান সাজঘরে। ইংলিশ অধিনায়ক তিন চার ও এক ছয়ে ১৭ বলে ২৬ রান করেছেন।
অধিনায়কের বিদায়ের পর চতুর্থ উইকেটে ব্রুকস ও বেন স্টোকস তুলে নেন ৩৯ রান। ইনিংসের ১৩তম ওভারের তৃতীয় বলে শাদাবের বলে ভাঙে তাদের জুটি। দলীয় ৮৪ রানের মাথায় ব্যক্তিগত ২৩ বলে ২০ রান করে ব্রুকস ফিরেন সাজঘরে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৩.২ ওভারে চার উইকেটে ৮৪ রান। ২ রানে মঈন আলী ও ২০ রানে বেন স্টোকস অপরাজিত আছেন।
এর আগে ফাইনালে ব্যাটারদের ব্যর্থতায় ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে থামে পাকিস্তান। ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা খুব একটা ভাল হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ২৯ রানের মাথায় প্যাভেলিয়নে ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১৫ রান। তার বিদায়ের পর পাকিস্তান দ্বিতীয় উইকেটও হারায় দ্রুত। অর্ধশতকের আগেই সাজঘরে ফিরেন হারিস। অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ৪৫ রানের মাথায় ১২ বলে ৮ রান করা হারিসকে ফেরান রশিদ।
তৃতীয় উইকেটে শান মাসুদের সঙ্গে জু্টি গড়ার চেষ্টা করেন বাবর। তবে সফল হতে পারেননি। ৩৯ রানের জুটি গড়ে বাবর তৃতীয় উইকেটে সাজঘরে ফিরেন দলীয় ৮৪ রানের মাথায়। ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে পাক অধিনায়ক বিদায়ের আগে দুই চারে ২৮ বলে ৩২ রান করেন।
অধিনায়কের বিদায়ের পরের ওভারের দ্বিতীয় বলে, অর্থাৎ ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৬ বল খেলে কোনো রান সংগ্রহের আগেই ইফতিখার ফিরেন সাজঘরে। তার বিদায়ের পর ১৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে পঞ্চম উইকেটে সাজঘরে যান শান মাসুদ। দুই চার ও এক ছয়ে ২৮ বলে ৩৮ রান করেছেন তিনি।
পরের ওভারেই ষষ্ঠ উইকেট হারায় বাবর আজমের দল। ১৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১২৩ রানে ষষ্ঠ উইকেটে সাজঘরে যান ১৪ বলে ২০ রান করা শাদাব খান। এরপর ৭ বলে ৫ রানে নেওয়াজ ও ৮ বলে ৪ রানে ওয়াসিম ফিরেন প্যাভেলিয়নে। ১ রানে হারিস ও ৫ রানে শাহিন শাহ আফ্রিদী অপরাজিত থাকেন। পাকিস্তান থামে ৮ উইকেটে ১৩৭ রানে।
ইংল্যান্ডের হয়ে স্যাম কুরান ৩টি, আদিল রশিদ ও ক্রিস জর্ডান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০