স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ সালের আসরের নিলাম চলমান। যেখানে দেখা মিলছে অনেক চমকের। প্রত্যাশার বাইরে বিপুল অর্থ দিয়ে দল পাচ্ছেন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিগুলো রীতিমতো টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছে, কাড়াকাড়ি করছে ক্রিকেটাদের দলে পেতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রেকর্ডও হয়েছে।
এর মধ্যেই চমক দেখা গেল এবার ভারতের অনভিষিক্ত ক্রিকেটার ক্যাটাগরিতে। এখনও অভিষেক না হওয়া ‘অখ্যাত’ সামির রিজভী ৮ কোটি ৫০ লাখ রুপিতে দল পেয়েছেন। তাকে দলে নিয়েছেন চেন্নাই সুপার কিংস। ২০ লাখ রুপি ভিত্তিমূল্য থেকে নিমিষেই মিলনিয়ারের ঘরে পৌঁছে যান।
এক আইপিএলে কয়েক মিনিটের নিলাম বদলে দিচ্ছে সামিরের আর্থিক অবস্থা। যেখানে খ্যাতিমান ক্রিকেটাররাও এত মূল্য পান না, কেউ আবার দলই পান না, সেখানে প্রায় সাড়ে ৮ কোটি রুপিতে দল পেয়েছেন এই ব্যাটার। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে আলো ছড়িয়ে আইপিএলের নিলামে বাজিমাত করেছেন এই তরুণ। তাকে দলে পেতে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস বিড করেছিল। তবে শুরু থেকেই চেন্নাই চোয়ালবদ্ধভাবে এই ক্রিকেটারের পেছনে দৌড়েছে।
এদিকে আরেক অনভিষিক্ত ক্রিকেটার শাহরুখ খান প্রত্যাশা অনুযায়ী মূল্য পেয়েছেন। ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ব্যাটারকে পেতে সবার আগেই নেমেছিল তাকে ছেড়ে দেওয়া দল পাঞ্জাব কিংস। তবে সেখানে যোগ হয় গুজরাট টাইটান্স। দুই দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নেয় গুজরাট। নতুন দলের হয়ে তাই আইপিএল মাতাবেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটার। হাতে পর্যাপ্ত অর্থ বাকি না থাকায়, শাহরুখকে চেষ্টা করেও দলে ভেড়াতে পারেননি প্রীতি জিনতা।
চড়া মূল্য পেয়েছেন অনভিষিক্ত ক্রিকেটার কুমার কুশর্গ। নিলাম টেবিলে ঝড় তুলেছেন তিনি। ৭ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঝাড়খণ্ড থেকে উঠে আসা এই ক্রিকেটার ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন আইপিএলে। বিজয় হাজারে ট্রফিতে পারফর্ম করেছেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটার। চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স নিলামে চেষ্টা করলেও, দিল্লি জিতে নিয়েছে কুমারকে।
শুভম দুবে। তাকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছে নিলাম টেবিলে। ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে পেতে শেষ পর্যন্ত ৫ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস। এই বাঁহাতি মিডল অর্ডারকে পেতে চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালসও। তবে শেষ পর্যন্ত রয়্যালসই জয়ী হয়েছে এই বিডে।
তবে দল পাননি অনেক পরিচিত অনভিষিক্ত ক্রিকেটার। এদের মধ্যে আছেন সরফরাজ খান। যা অবাক করার মতোই। অতীতে বেশ কয়েকটি দলের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে এই ক্রিকেটারের। এছাড়া অতীতে আইপিএল খেলা মানান ভোহরা, রাজ অঙ্গদ বাওয়া, হৃত্তিক শোখেনের মতো অনভিষিক্ত ক্রিকেটাররা দল পাননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post