লন্ডন যাচ্ছেন এবাদত

0
48

নিজস্ব প্রতিবেদকঃ চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন এবাদত হোসেন। আর সেই চোটের জন্য উন্নত চিকিৎসার লক্ষ্যে এই টাইগার পেসার আগামীকাল (সোমবার) লন্ডনে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান হিসেবে নতুন যোগ দেওয়া ফিজিও কিয়েরন থমাস।

ঘরের মাঠে সবশেষ আফগানিস্তান সিরিজে হাঁটুর চোটে পড়েন এবাদত। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলবে সাকিব আল হাসানের দল। ডানহাতি এই পেসারের লন্ডন যাত্রা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‌‘টিকিট-টা নিশ্চিত হলেই সে কাল যাবে। সেখানে অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।’

এর আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এবাদতের না থাকা নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, ‘আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে, তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।’

এশিয়া কাপে বাংলাদেশ দলঃ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসুম আহমেদ, মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here