স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। সারা দুনিয়ায় বাংলাদেশের পোস্টারবয় এখন তিনি। ক্রিকেট বিশ্বে এই বাঁহাতি সুপারস্টারকে এক নামেই সবাই চিনে। দিনে দিনে বাণিজ্যিক দিয়েও সাকিব হয়ে উঠেছেন বড় তারকা। বিজ্ঞাপনের বাজারে সাকিবের চাহিদা আকাশচুম্বি। সাকিবকে পেতে সবারই কাড়াকাড়ি লেগে যায়।
এর ধারাবাহিকতায় এবার সাকিবকে নিজেদের সাথে যুক্ত করেছে বাংলাদেশি ব্যক্তির মালিকাধীন প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ক্লাউড সংস্থা। ইংল্যান্ডের এই প্রতিষ্ঠানটি মূলত ইমিগ্রেশন নিয়ে কাজ করে। সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সাকিবকে। সম্প্রতি সাকিবকে সাথে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে লন্ডনে।
এই প্রতিষ্ঠানটি জড়িত আছে ক্রিকেট ক্লাব লন্ডন স্পোর্টিফের সাথে। সেই ক্লাবেও একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানের। এসময় আঙ্গুলের ইজুরিনতে থাকা সাকিবও তাদের সাথে খেলতে নেমে পড়েন। ট্রফি নিয়েও ফটোসেশনও সেরেছেন।
বিদেশে থাকলেও, দেশ থেকেই ক্লাবটি ম্যাচের জন্য জার্সি নিয়ে গেছে। বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড এসএনপি স্পোর্টসের কাছ থেকে ক্রয় করেছে সামগ্রী। দেশ থেকেই ভালো মানের জার্সি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সরবরাহ করেছে এসএনপি স্পোর্টস। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড সাকিব-লিটনরা যে ব্যাট-প্যাড পড়ে খেলতে নামেন সেই এসজি ক্রিকেটের বাংলাদেশের একমাত্র সরবাহরাহকারী প্রতিষ্ঠানও এসএনপি স্পোর্টস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post