স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে আগামী জুনে প্রতিবেশি ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক চার দিনের একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। মূলত অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে আইরিশদের আতিথ্য দেবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে দু’দলের ওয়ানডে সিরিজ হবে আগামী সেপ্টেম্বরে।
মে মাসের শেষদিকে লর্ডসে এক টেস্টের সিরিজ খেলতে যাবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন দলে নেই জস লিটল। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষ করেই অ্যাশেজের লড়াইয়ে নামবে ইংলিশরা
আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, পিজে মুর, কনোর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।
টেস্ট সিরিজের সূচি-
আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড- একমাত্র টেস্ট- ১-৪ জুন, লর্ডস।
ওয়ানডে সিরিজের সূচি-
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড- প্রথম ওয়ানডে, ২০ সেপ্টেম্বর (হেডিংলি)।
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড- দ্বিতীয় ওয়ানডে, ২৩ সেপ্টেম্বর (ট্রেন্ট ব্রিজ)।
ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড- তৃতীয় ওয়ানডে, ২৬ সেপ্টেম্বর (ব্রিস্টল)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post