স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটে ৯৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ১৯৩০ সালে করা স্যার ডন ব্র্যাডম্যানের অর্জনকে পেছনে ফেলেছেন তিনি। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বাঁহাতি এই ব্যাটার ফিফটির দেখা পেয়েছিলেন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে। দ্বিতীয় দিনে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে। এরপর ১৫০ রানের গণ্ডি টপকে যান ২০টি বাউন্ডারির সাহায্যে, ১৫০ বল খেলে।
দারুণ এই ইনিংসে ডাকেট টেস্ট ক্রিকেটে সব থেকে কম বলে ১৫০ রান করার রেকর্ড গড়লেন। এতোদিন এই রেকর্ড ছিল ব্র্যাডম্য়ানের নামের পাশে। কিংবদন্তী এই ক্রিকেটার ১৯৩০ সালে লর্ডসে ইংলিশদের বিপক্ষে ১৫০ রান করেছিলেন ১৬৬ বলে। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে ডাকেটের নামে।
এদিকে লর্ডস টেস্টে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ২০৫ রানের ইনিংস খেলেন অলি পোপ। ২০৮ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ২২ চার আর ৩ ছক্কায়। এদিন জ্যাক ক্রাউলির সঙ্গে ৫৬ রানের ইনিংস উপহার দেন জো রুটও।
শেষ পর্যন্ত ১৭৮ বলে ১৮২ রান করেন ডাকেট। আইরিশদের হয়ে ২ উইকেট নেন অ্যান্ড্রি ম্যাকব্রাইন। ১টি করে উইকেট নেন গ্রাহাম হিউম ও ফিওন হান্ড। এদিকে জবাব দিতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে শতরানের আগেই ৩ উইকেট হারিয়ে বসছে অ্যান্ড্রু বালবার্নির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post