স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে ৯ বছর কাটিয়ে গ্যারেথ বেল ‘ফ্রি এজেন্ট হিসেবে গত জুনে যোগ দেন লস এঞ্জেলসে। মেজর লিগ সকারের এই ক্লাবের হয়ে গত সপ্তাহে অভিষেক হয় এই ওয়েলসের তারকার। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের শেষ ২০ মিনিট মাঠে ছিলেন।
এবার বেল গোল পেলেন লস এঞ্জেলসের জার্সিতে। স্পোর্টিং ক্যানসাস সিটিকে গত শনিবার ২-০ গোলে হারায় লস এঞ্জেলস। বেল দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭ মিনিটের মাথায় গোলের উল্লাসে মাতেন। নিজেদের রক্ষণ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ ওঠেন বেল। মাঝে পাস থেকে সতীর্থকে। এই সতীর্থ আবার বল দেন বাঁ-দিকে থাকা বেলকে। সেখান থেকে মাটি কামড়ানো শটে বল জালে পাঠান রিয়াল মাদির মাতানো বেল।
২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে বেলকে দলে টেনেছিল রিয়াল। সেখানে ৯ বছরের ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।