লাইপজিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ স্কোয়াড

0
77

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। আগামী মঙ্গলবার বুন্ডেসলিগার দল আরবি লাইপজিগের বিপক্ষে খেলবে ইউরোপের সফলতম ক্লাবটি। রোববার এই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে স্কোয়াডে রাখা হয়নি করিম বেনজেমা ও ফেদে ভালভার্দেকে।

বাম পায়ের পেশিতে চোট পেয়েছেন গত সোমবার ব্যালন ডি’অর পুরস্কার জেতা বেনজেমা। এজন্য শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেন নি এই তারকা ফরোয়ার্ড। এদিকে ভালভার্দে সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন। এই ম্যাচেই চোট পান উরুগুইয়ান এই উঠতি তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপে থাকা রিয়াল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এরই মধ্যে আনচেলত্তির দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। এদিকে লা লিগায় ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।

লাইপজিগ ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াডঃ থিবো কোর্তোয়া, আন্দ্রে লুনিন, লোপেজ, দানি কারভাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবা, ভালেজো, নাচো হার্নান্দেজ, ওড্রিওজোলা, লুকাস ভাজকুয়েজ, অ্যান্থেনিও রুডিগার, ফেরলান মেন্ডি, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যামাভিঙ্গা, চৌমেনি, ডটর, আরিবাস, ইডেন হ্যাজার্ড, মার্কাস অ্যাসেনসিও, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো ও আলভারো

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here