স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। মাঠের বাইরের নানা ঘটনা। এবার টিভির লাইভ প্রোগ্রামে অংশ নিয়ে বিবাদে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ ও শহীদ আফ্রিদী। লাইভ প্রোগ্রামে তাদের দু’জনের বিতর্কের ঘটনা এখন তুঙ্গে। আলোচনা-সমালোচনা চলছে ওই ঘটনা নিয়ে।
পাকিস্তানের সামা টিভির একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন শহীদ আফ্রিদী ও মোহাম্মদ শেহজাদ। কপাল ভালো সঞ্চালকের। অনলাইনে দু’জন যুক্ত থাকায় তিনি দ্রুত থামাতে পেরেছেন তাদের বিবাদে। এর আগেও পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার টিভির লাইভ অনুষ্ঠানে গিয়ে সঞ্চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে লাইভ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
সামা টিভির ওই লাইভে শহীদ আফ্রিদী দাবি করেন- তিনি পছন্দ করতেন বলেই মোহাম্মদ শেহজাদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এর বিরোধী করেন শেহজাদ। তখনি দু’জনের মধ্যে বিবাদ লেগে যায়। তাদের তর্কাতর্কি ক্রমেই বাড়তে থাকে। সঞ্চালক দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেন।
লাইভ প্রোগ্রামে শহীদ আফ্রিদী বলেন, ‘আমার জন্য ওকে (শেহজাদ) অনেকে পছন্দ করত না। আমি ওকে অনেক সুযোগ দিয়ে ছিলাম। কিন্তুু সেই সুযোগ ও কাজে লাগাতে পারেনি। অনেকে ভেবে ছিলেন পছন্দের ক্রিকেটার বলেই ওকে এতো বেশি সুযোগ দিয়েছি। সেটা ঠিক নয়, শেহজাদ ভালো খেলতে তাই ওকে সুযোগ দিয়ে ছিলাম।’
সাবেক এই ক্রিকেটারের এমন মন্তব্যের বিরোধীতা করে প্রতিবাদ করেন শেহজাদ। তিনি বলেন, তোমাকে আমি নিজের বড় ভাইয়ের মতো মনে করি। তুমি যা ইচ্ছে বলেত পার। কিন্তুু কখনো কখনো এই কথাগুলো খুব কষ্ট দেয়।’ এর জবাবে উত্তেজিত হয়ে আফ্রিদী বলেন, ‘রান না করলে তুমাকে কেন দলে নেওয়া হবে? সুযোগ পেতে হলে তোমাকে ভাল খেলতে হবে?’
মেজাজ হারিয়ে শেহজাদ তখন পাল্টা জবাবে বলেন, ‘আমি রান করতে চাই, তার জন্যতো সুযোগ দিতে হবে। কোথায় রান করব? বাড়িতে? আগে দলে সুযোগ দিক। তারপর দেখাব রান করতে পারি কিনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০