১০১ গোলের মার্টিনেজের জাদুতে নবম শিরোপা ইন্টার মিলানের ঘরে

0
92

স্পোর্টস ডেস্ক:: ইতালিয়ান কাপের শিরোপা নবমবারের মতো ঘরে তুরলো ইন্টার মিলান। আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের জাদুতে পিছিয়ে পড়ার পরও রোমাঞ্চকর ফাইনাল জিতে নিয়েছে দলটি। ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে মিলান। ইন্টার মিলানের হয়ে ১০১ গোল করার কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন।

নবম শিরোপা জয়ে মিলান স্পর্শ করলো রোমাকে। দ্বিতীয় সর্বাধিক শিরোপা জয়ী দল এখন তারা। চ্যাম্পিয়নদের আগে আছে কেবল জুভেন্টাস। ইতালিয়ান কাপের ‘রেকর্ড’ ১৪ শিরোপা জুভেন্টাসের ঘরে।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফিওরেন্তিনা। তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যখন শিরোপা হারানোর শঙ্কায় আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা হাজির নিজের সেরা পারফরম্যান্স। শুধু দলকে সমতায়ই ফেরাননি, জোড়া গোল করে নিশ্চিত করেন শিরোপাও।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামার আগে এই শিরোপা জয় মিলানকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আগামি ১০ জুন ইস্তাম্বুলে ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে মার্টিনেজদের প্রতিপক্ষ হল্যান্ডদের ম্যানচেস্টার সিটি।

ফাইনাল ম্যাচের তিন গোলের সবক’টিই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কেউ কারে জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয় নবম শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান।

অলিম্পিক স্টেডিয়ামে গঞ্জেলার গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় ফিওরেন্তিনা। শুরুতেই পিছিয়ে পড়া মিলান ম্যাচে ফিরতে হয়ে উঠে মরিয়া। আধঘন্টার মধ্যেই সমতায় ফেরে দলটি। ম্যাচের ২৯তম মিনিটে লাউতারো মার্টিনেজ সমতা ফেরান।

সমতায় থাকা ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মিনিট আটেক পরেই আর্জেন্টাইন তারকা গোল করে বসেন। যে গোলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৩৭তম মিনিটেই মার্টিনেজ নিজের জোড়া গোল পূর্ণ করেন। দলও এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

বিরতির পর ফিওরেন্তিনা ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে প্রথমার্ধের সেই ধার আর থাকেনি দলটির। লিড নেওয়া মিলানও নিজেদের রক্ষণ সামলে রাখে। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here