স্পোর্টস ডেস্ক: একজন ব্যাটসম্যান কতবার জীবন ফিরে পেতে পারেন? কতভার তাকে সহায়তা করলো ভাগ্য? একবার দু’বার নয়, চার চার বার আউট হয়েও আউটন হননি মঈন আলী। বার বার রিভিউ নিয়ে ভাগ্যকে পাশে পেয়েছেন। শেষমেষ তামিম তো দুষ্টুমি করলে ‘লাকি’ মঈন আলীর কাছ থেকে মাথায় ফুঁ নিয়ে দোয়াই নিলেন!
চট্টগ্রামে ২১ রানেই তিন উইকেট পড়ে যাওয়া ইংল্যান্ডকে অণেকটা বাঁচিয়েই রেখেছেন মঈন আলী। সাকিবের করা ২৭তম ওভারের পঞ্চম বলটা মঈন আলীর প্যাডে লাগতেই বাংলাদেশের জোরালো আবেদন। মুশফিকদের জোড়ালো আবেদনে লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু ইংল্যান্ড রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্প ছুলেও তা বেশিরভাগই বাইরে। পরিবর্তন হয় কুমার ধর্মসেনার সিদ্ধান্ত।
এরপর ২৯তম ওভারটি করতে আসলেন সাকিব আল হাসান। ওভারের দ্বিতীয় বলেই আবারো মঈন আলী এলবিডব্লিউর ফাঁদে পড়েন। স্বাগতিকদের ফিল্ডারদের আবেদনে ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু আবারো রিভিউ নিয়ে বেঁঁচে যান ‘লাকি’ ম্যান মঈন আলী।
এ যাত্রায় মঈন আলী বেঁচে যাওয়ার পরের বলেই আবারো বল মঈনের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে। আবেদনের প্রেক্ষিতে ধর্মসেনার আউট ঘোষণা। কিন্তুু আবারো রিভিউ। আবারো বাঁচলেন মঈন আলী।
ভাগ্যকে পাশে পাওয়ায় মঈন আলী আরও একবার বেঁচে গেছেন। মিরাজের করা ৪৭তম ওভারের চতুর্থ বলটি মঈন আলীর প্যাডে ছুঁতেই আবেদন বাংলাদেশের। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি নিউজিল্যান্ড আম্পায়ার ক্রিস গেফানি।
এবার মঈন আলী নয়, রিভিউ নেন মুশফিকুর রহিম। তবে সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি। আবারো রক্ষা পান মঈন আলী।
এতবার আউটের পর পুনরায় সিদ্ধান্ত বদলে মঈনের জীবন পাওয়াটা ইংল্যান্ডের জন্য সুভাগ্যের হলেও বাংলাদেশের জন্য তা কাল হয়েই দাঁড়াতে পারে।
বার বার জীবন পাওয়া মঈন আলী শেষবার যখন বেঁচে যান বাংলাদেশের তামিম ইকবাল দুষ্টুমি করে তাকে মাথায় ফুঁ দিয়ে ‘দোয়া’ করে দিতে অনুরোধ করলেন!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০