স্পোর্টস ডেস্ক:: ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য ভুটানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলেছিলো বাংলাদেশ। তাতে লাভের বদলে ক্ষতিই হয়েছে। পেছাতে হয়েছে দুই ধাপ। অন্য দিকে ফিফা র্যাংকিং সবার শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
সবশেষ প্রকাশিত ফিফা র্যাংকিং শীর্ষ পাঁচে তেমন কোনো পরিবর্তন হয়নি। নিচের দিকেই পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভুটানের বিপক্ষে দুই ম্যাচ খেলেছিলো ফিফা র্যাংকিংয়ে উন্নতির জন্য। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ হেরে যায়। সিরিজ ‘ড্র’ করায় ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৮৪ থেকে এখন ১৮৬তম স্থানে বাংলাদেশ।
ফিফা র্যাংকিং ১ থেকে ১৫ নম্বরে থাকা দলগুলোর অবস্থান পরিবর্তন হয়নি। আর্জেন্টিনার পর বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আছে দ্বিতীয় স্থানেই। তিনে আছে স্পেন, চারে ইংল্যান্ড। পাঁচে রয়েছে ব্রাজিল।
বাংলাদেশের সাথে ‘ড্র’ করলেও অবনতি হয়েছে ভুটানেরও। দলটি ১৮২ থেকে নেমে এখন ১৮৪ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের পেছনে থাকা ব্রুনাই দারুসসালাম চমক দেখিয়েছে ৭ ধাপ এগিয়ে। দেশটি এখন ১৮৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার ৭ দেশের মধ্যে এগিয়েছে কেবল শ্রীলংকা। তারা ৫ ধাপ এগিয়ে এখন ২০০ নম্বরে। বাংলাদেশ ও ভুটানের মতো পিছিয়েছে ভারতও। ১২৪ থেকে দুই ধাপ পিছিয়ে দেশটি ১২৬ নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০