স্পোর্টস ডেস্কঃ সন্দ্বীপ লামিচানকে নেপাালের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র কাছে অনুমতি চায় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)। আর বিষয়টিতে অনুমতি দিয়েছে আইসিসি। অর্থাৎ নেপালের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে লামিচানের।
দীর্ঘ দেড় বছর ধরে বিচার-কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে লামিচানকে ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড ও জরিমানা করে নেপালের আদালত। পরে আপিলে সেই মামলায় লামিচানকে নিষ্পাপ বলে রায় দেয়া হয়। এক প্রতিবেদনে তার মুক্তির তথ্য নিশ্চিত করে দ্য কাঠমান্ডু পোস্ট। এর আগে গত জানুয়ারির শুরুতে নেপালের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানায় কাঠমান্ডু জেলা আদালত। পরে ১০ জানুয়ারি তাকে ওই মামলায় আট বছরের কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে লামিচানকে তিন লাখ নেপালি রুপি জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেন আদালত।
এদিকে লামিচানকে বিশ্বকাপে খেলার অনুমতি পাওয়া প্রসঙ্গে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ বলেন, ‘আইসিসি লামিচানকে দলে অন্তর্ভূক্ত করতে অনুমতি দিয়েছে। এখন বিশ্বকাপ দলে তার অংশ নেওয়ার দুয়ার খুলে গেল। ইতোমধ্যে আমরা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। যাতে করে সে ২২ মে নেপালের হয়ে হিউস্টন হ্যারিকেন্সের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে খেলতে পারে।’ এদিকে মূল আসরে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেপাল। ২৭ মে প্রথম প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা। আর ৩০ মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচই হবে টেক্সাসে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল আছে ‘ডি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মতো দল। ডালাসে ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেপালের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে লডারহিলে খেলবে দ্বিতীয় ম্যাচ। ১৫ জুন কিংসটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচ। আর ১৭ জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে। প্রসঙ্গত, ২০১৮ সালে নেপাল জাতীয় দলে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। তাছাড়া অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মিত মুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post