স্পোর্টস ডেস্কঃ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আজ সহজ জয় পেয়েছে সারে জাগুয়ার্স। মিশিসাগা প্যানথার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে সন্দ্বীপ লামিচানের বোলিং তোপে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় মিশিসাগা।
জবাব দিতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সারের লিটন দাস। তবে দলটির জয় ছিনিয়ে নিতে পারে নি প্রতিপক্ষ। সাত ম্যাচে চার জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রাথমিক পর্ব শেষ করল সারে। মিশিসাগার বিপক্ষে তাদের জয়ের নায়ক লামিচান।
৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার নেপালের লেগ স্পিনার লামিচান। ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড ৮ রানে নেন ২টি। পাকিস্তানের ইফতিখার আহমেদও অফ স্পিনে ২টি উইকেট নেন ১৩ রান দিয়ে। রান তাড়ায় দ্বিতীয় ওভারে জাতিন্দার সিংকে হারায় সারে।
এরপরই উইকেটে যান লিটন। তবে থিতু হতে পারেন নি বাংলাদেশের এই তারকা ব্যাটার। আগের ম্যাচে ফিফটি হাঁকিয়ে দলের জয়ে অবদান রাখা এই ব্যাটার আজ ফিরেছেন ১৩ বলে ২টি চারে ১০ রান করে। তাঁর বিদায়ের পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দুই পাকিস্তানি মোহাম্মদ হারিস ও ইফতিখার। ৬৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সারে। ২৩ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন ওপেনার হারিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০