লায়নের নৈপুণ্যের দিনে ভারতের মান বাঁচালো অক্ষর-অশ্বিন, অজিদের লিড

0
44

স্পোর্টস ডেস্কঃ নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে প্রথম দিন বিনা উইকেটে ২১ রানে শেষ করেছিল ভারত। তবে দিল্লি টেস্টে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিলো অজিরা। বল হাতে নাথান লায়নের নৈপুণ্যের পর ব্যাট হাতে ট্রেভিস হেড ও মার্নাস ল্যাবুশানের দৃঢ়তায় ম্যাচে লিড নিয়েছে সফরকারীরা। এদিকে ভারতের মান বাঁচিয়েছেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।

আগের দিন যেখানে শেষ করেছিল, সেখান থেকেই আজ ব্যাটিংয়ে নেমেছিল ভার‍ত। তবে দলীয় ৪৬ রানে ভাঙে অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি। ১৭ রান করা রাহুলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন নাথান লায়ন। সেই শুরু, এরপর দ্রুত সময়ের মধ্যে রোহিত (৩৩), চেতেশ্বের পূজারা (০), শ্রেয়াস আইয়ারকে (৪) ফিরিয়ে ভারতের ব্যাটিং লাইনআপের কোমড় ভেঙে দেন লায়ন।

৬৬ রানেই ৪ গুরুত্বপূর্ণ ব্যাটার নেই ভারতের। পঞ্চম উইকেটে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা ৫৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিলেও, ২৬ রান করা জাদেজাকে ফিরিয়ে টড মারফি ফের বিপদ ডেকে আনেন ভারতের। দ্রুতই ফিরেন ৪ বাউন্ডারিতে ৪৪ রান করা কোহলিও। সুবিধা করতে পারেননি উইকেটে আসা শ্রীকর ভরত (৬)। ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে বিধ্বস্ত স্বাগতিকরা।

তখনই দলের ত্রাতা হয়ে দাঁড়ান অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনে মিলে অষ্টম উইকেটে ১১৪ রানের দুর্দান্ত এক জুটি গড়ে মান রক্ষা করেছেন ভারতের। দলীয় ২৫৩ রানে অশ্বিনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন অধিনায়ক প্যাট কামিন্স। প্যাভিলিয়নে ফেরার আগে ৫ বাউন্ডারিতে ৭১ বলে ৩৭ রান করে যান তিনি। বেশি সময় টিকতে পারেননি অক্ষরও। তবে এর আগে ১১৫ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি। ভারত শেষ পর্যন্ত প্রথম ইনিংসে অলআউট হয় ২৬২ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে একাই ৫ উইকেট নেন লায়ন। ক্যারিয়ারে ২২তম বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তিনি। ২টি করে উইকেট লাভ করেন ম্যাথিউ কুহনেমান ও টড মারফি।

মাত্র ১ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। দিন শেষে দারুণ অবস্থানেই আছে সফরকারীরা। ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান দলটির স্কোরবোর্ডে। দলীয় ২৩ আর ব্যক্তিগত ৬ রানে উসমান খাজা আউট হলে, এরপর আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। ওপেনার হেড ৪০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৯ ও ল্যাবুশানে ১৯ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে অপরাজিত আছেন। দুজনই শেষ বিকেলে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here