লারাকে সরিয়ে ভেট্টরিকে দায়িত্ব দিলো হায়দ্রাবাদ

0
62

স্পোর্টস ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের পদ থেকে সরানো হয়েছে ব্রায়ান লারাকে। এই ক্যারিবিয়ান কোচের জায়গায় সাবেক আইপিএল চ্যাম্পিয়নরা দায়িত্ব দিয়েছে ড্যানিয়েল ভেট্টরিকে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

ভেট্টরি সর্বশেষ অস্ট্রেলিয়ার পুরুষ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ হিসেবে। এছাড়াও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই নিউজিল্যান্ডের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার। এবার তাকে দেখা যাবে আইপিএলে কোচের দায়িত্বে।

সর্বশেষ মৌসুমে লারাকে দায়িত্ব দিয়েছিল হায়দ্রাবাদ। এর আগে দলটির কৌশলগত উপদেষ্টা ও ব্যাটিং পরামর্শকের দায়িত্বও পালন করেছিলেন তিনি। কোচের দায়িত্ব পেয়ে দলটিকে সাফল্য এনে দিতে পারেন নি সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেট। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে লারাকে বিদায় জানিয়ে হায়দ্রাবাদ লিখেছে, ‘লারার সঙ্গে দুই বছরের পথচলা শেষ হচ্ছে বলে আমরা তাঁকে বিদায় জানাচ্ছি। হায়দ্রাবাদে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য আপনাকে শুভকামনা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here