লারার পর প্রথম ৪০০ রানের ইনিংস ইংলিশ ক্রিকেটারের

0
15

স্পোর্টস ডেস্ক:: ‘কিংবদন্তী’ ব্রায়ান লারার ৪০০ রানের মহাকাব্যিক ইনিংসের ১৮ বছর পেরিয়েছে। অবশেষে ক্রিকেট বিশ্ব আবারো দেখলো ৪০০ রানের ইনিংস। লারার পর প্রথমবার ইংলিশ কোনো ক্রিকেটার এক ইনিংসে ৪০০ রান করার তালিকায় নাম লেখালেন।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্যাম নর্থইস্ট এই রেকর্ড গড়েছেন। তিনি খেলেছেন ৪১০ রানের এক নান্দনিক ইনিংস। গ্ল্যামারগণের হয়ে লেস্টারশায়ারের বিপক্ষে ৪১০ রানের ইনিংসটি খেলেন তিনি। স্যাম নর্থইস্টের ৪শ উর্ধ্ব ইনিংসে ভর করে তার দল গ্ল্যামারগন ৫ উইকেটে ৭৯৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে। কাউন্টিতে দলটির ইতিহাসে এটিই সর্বোচ্চ সংগ্রহ।

স্যাম নর্থইস্ট প্রথম শ্রেণীর ক্রিকেটে বিংশ শতাব্দীতে এই সর্বোচ্চ রানের ইনিংসটি খেররেন। আগের দিনে অপরাজিত ছিলেন ৩০৮ রানে। শেষ দিনে মাঠে নেমে ৪০০ ছাড়িয়ে থামেন ৪১০ রানে। ধৈর্য্যশীল এই নিংস খেলে কিংবদন্তী’ ব্রায়ান লারার কাছে নিয়ে গেলেন নিজেকে।

ষষ্ট উইকেট জুটিতে ক্রিস কোকের সঙ্গে তিনি গড়েন ৪৬১ রানের জুটি। যা প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে নবম ব্যাটার হিসেবে ৪০০ রান করার কীর্তি গড়েন স্যাম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here