স্পোর্টস ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরুর আগে অনেকেই নিজেদের পছন্দমতো সেরা চার নির্ধারণ করেছিলেন। তবে ব্রায়ান লারা ছিলেন সবার থেকে একটু ব্যতিক্রম। সেমি ফাইনালের জন্য তিনি বেঁছে নিয়েছিলেন আফগানিস্তানকে। পাশপাশি তার অন্য তিন দল ছিল ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য কেবল ওয়েস্ট ইন্ডিজই যেতে পারেনি সেমিতে। তবে সবচেয়ে চমক জাগানিয়া কাজটি করেছে আফগানরা, শেষ চারে নাম লিখিয়ে।
বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে সেমির টিকিট কাটার পর ব্রায়ান লারার এই ভবিষ্যদ্বাণী নিয়ে কথা বলেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। জানিয়েছেন, ব্রায়ান লারার কথাকে সত্য প্রমাণিত করেছেন তারা। রশিদের মুখে উচ্ছ্বাস ফুটে উঠেছিল এই নিয়ে। লারাকে জানিয়েছিলেন, তাঁকে হতাশ করবেন না। সেই কথা রাখতে পেরেছেন বিশ্বখ্যাত লেগ স্পিন অলরাউন্ডার।
রশিদ খান বলেন, ‘আমার মনে হয়, একমাত্র ব্রায়ান লারা আমাদেরকে সেমি-ফাইনালের দৌড়ে রেখেছিলেন। আমরা সেটিকে সত্য প্রমাণ করেছি। টুর্নামেন্ট শুরুর আগে একটি স্বাগত অনুষ্ঠানে আমরা তার সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছিলাম। লারাকে বলেছিলাম, আমরা তোমাকে হতাশ করব না। আমরা প্রমাণ করব যে তুমিই ঠিক। তাই আমাদের জন্য এটি অনেক গর্বের বিষয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post