স্পোর্টস ডেস্ক:: এক ম্যাচ পরেই আবারো হারলো রিয়াল মাদ্রিদ। ১০ জনের রিয়াল মাদ্রিদ কোনো প্রতিরোধই গড়তে পারলো না রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। জিরোনার কাছে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচ জিতেছিলো কার্লো আনচেলত্তির দল। এবার সোসিয়েদাদের বিপক্ষে হারলো তারা। মাদ্রিদের এই হারে বার্সার শিরোপার পথ একেবারেই পরিস্কার হয়ে গেলো।
রাতের ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল ১০ জনের দল হয়ে যায়। পরপর দুই হলুদ কার্ডে লাল কার্ডের খড়গ নেমে আসে দানি কারভাজালের উপর।
দুই দলের ম্যাচটির প্রথমার্ধ গোল শুন্য সমতায় শেষ হয়। টেবিলের কাছাকাছি দুই দলের লড়াই অবশ্য সে ভাবে জমে উঠেনি। চিরচেনা রূপে দেখা যায়নি রিয়াল মাদ্রিদকে। পাসিং, বল নিয়ন্ত্রণেও এগিয়ে ছিলো রিয়াল সোসিয়েদাদ।
বিরতির পরপরই রিয়াল সোসিয়েদাদ লিড নেয়। ম্যাচের ৪৭তম মিনিটে টেকফুসা কুবোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপরই রিয়াল মাদ্রিদ বড় ধাক্কা খায়। ৫৩তম মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন দানি কারভাজাল। ৬১তম মিনিটে আবারো ফাউল করেন তিনি। রেফারি দ্বিতীয়বার হলুদ কার্ড প্রদর্শন করলে লাল কার্ডের খড়গে মাঠের বাইরে চলে যেতে হল তাকে।
১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ আর সমতায় ফিরতে পারেনি। উল্টো ব্যারেনেটক্সিয়ার গোলে শেষ দিকে আরো এক গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে বদলী নামা ব্যারেনেটক্সিয়ার গোলে ম্যাচের ৮৫তম মিনিটে রিয়াল সোসিয়েদাদ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। পিছিয়ে পড়া রিয়াল আর গোল শোধ দিতে পারেনি। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।
লা লিগায় ৩৩ ম্যাচে ২১ জয়ে ৬৮ পয়েন্টনিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম্যাচে ২৬ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে শিরোর কাছে অনেকটা পৌঁছে গেছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়ার সোসিয়েদাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post