স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের উপরে থাকা নিউক্যাসলকে হারিয়েছে লিভারপুল। লাল কার্ডের ম্যাচটিতে মোহাম্মদ সালাহ’র দল জিতেছে ২-০ ব্যবধানে। ১৭ ম্যাচ পর নিউক্যাসল হারলো লিভারপুলের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের চারে থাকা নিউক্যাসলকে হারিয়েছে আটে থাকা লিভারপুল। ম্যাচের প্রথমার্ধেই লিভারপুল নিয়ন্ত্রন নিয়ে নেয়। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচের ১০ম মিনিটে নুনেজের গোলে লিভারপুল লিড নেয়। মিনিট দশেকের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেন গাকপো। ম্যাচের ১৭তম মিনিটে কোডি গাকপো ব্যবধান ২-০ করেন। এরপরই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় নিক পোপকে। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সালাহ’র দল।
দ্বিতীয়ার্ধে নিউক্যাসল ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে গোলের দেখা পায়নি দলটি। দশ জনের দলটির বিপক্ষে লিভারপুলও আর ব্যবধান বড় করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০