স্পোর্টস ডেস্কঃ ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার আগেই জেরার্ড পিকের ক্যারিয়ারের ইতি ঘটেছে। মঙ্গলবার রাতে ওসাসুনার বিপক্ষে রেফারিকে বাজে কথা বলায় লাল কার্ড দেখেছেন! গত সপ্তাহে বিদায় বলা এই ডিফেন্ডারের শেষ ম্যাচ ছিল গত রাতে। কিন্তু বিদায় খুব একটা সুখকর হলো না পিকের। যদিও বার্সা জয় উপহার দিয়েছে তার বিদায়ী ম্যাচে।
ওসাসুনার মাঠে ১০ জনের বার্সা জিতেছে ২-১ গোলে। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া কাতালানরা ৩০ মিনিটে হারায় রবার্ত লেভানডফস্কিকে। ওসাসুনার সেন্টারব্যাক ডেভিড গার্সিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পোলিশ তারকা। বেঞ্চে বসে থাকা পিকে রেফারি গিল মানজানোর সাথে প্রথমার্ধ শেষে তর্ক জুড়ে দেন। তখনই লাল কার্ড দেখেন তিনি।
বিরতির পর অন্য এক বার্সাকে দেখা গেল। মাঠে একজন কম নিয়েই ওসাসুনার বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করে বার্সেলোনা। এর ফলও পেয়েছে তারা। ৪৮ মিনিটে পেদ্রির গোলে সমতায় ফেরে লা লিগার সাবেক চ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা করেন জয়সূচক গোল।
লিগের চলতি মৌসুমে এটা ১৪ ম্যাচে দ্বাদশ জয় বার্সার। তাদের পয়েন্ট এখন ৩৭। এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
বার্সার হয়ে ৩০টি শিরোপা জিতেছেন পিকে। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। মাঠের বাইরে বিতর্ক, মাঠে অফফর্ম। সব মিলিয়ে বার্সার কর্তারাও তাঁর ওপর নাখোশ ছিলেন। এমন পরিবেশ টের পেয়েই বিদায় বলে দিলেন পিকে।