স্পোর্টস ডেস্কঃ ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিসিয়াস জুনিয়রের পাওয়া লাল কার্ড প্রত্যাহার করা হয়েছে। তাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামতে আর বাধা রইলো না রিয়াল মাদ্রিদের এই তারকার। এর আগে গত রোববার রাতে লা লিগায় ভালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচ শেষ হওয়ার আগে মেজাজ হারিয়ে তর্কে জড়ান ভিনিসিয়াস। যা রূপ নেয় হাতাহাতিতে। শেষ পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে সেই লাল কার্ড নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। তাই লা লিগা কর্তৃপক্ষ সেটি প্রত্যহার করে নিয়েছে। পাশাপাশি ভিএআর প্রধানকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে আজকের (বুধবার) ম্যাচে প্রত্যাহার করা হয়েছে।ভ্যালেন্সিয়াকে ৫২ লাখ টাকার ওপরে (৪৫ হাজার ইউরো) জরিমানা করা হয়েছে। এছাড়া মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছিল, সেই সাউথ স্ট্যান্ড পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post