লাল বলে পথচলা শুরু বাংলাদেশের মেয়েদের

0
43

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নারী দল টেস্ট মর্যাদা পেয়েছে। তবে এখনো ক্রিকেটের মর্যাদার এই ফরম্যাটে খেলেনি। খেলার আগে তো প্রস্তুুতি নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই প্রস্তুুতি শুরু করলো। লাল-সবুজের মেয়েরা পথচলা শুরু করলো লাল বলের ক্রিকেটে।

মেয়েদের লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনের টুর্নামেন্টটি। বিসিবি জানিয়েছে, শুরুতে দুই দিনের ম্যাচ দিয়ে মেয়েদের অভ্যস্ত করা হয়েছে। ভবিষ্যতে ৪ দিনের ম্যাচ আয়োজনে যাবে বোর্ড।

মেয়েদের বিসিএলে তিনটি দল অংশ নিচ্ছে। ক্রিকেট বোর্ড দলগুলোর নাম দিয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা। জাতীয় দলে থাকা নারী ক্রিকেটার, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলে থাকা নারী ক্রিকেটারদের ভাগ করে দেওয়া হয়েছে এই তিন দলে। ৪২জন ক্রিকেটার অংশ নিচ্ছেন দু’দিনের টুর্নামেন্টটিতে।

পদ্মার নেতৃত্বে থাকছেন ফাহিমা খাতুন, মেঘনার অধিনায়ক লতা মন্ডল আর যমুনার অধিনায়ক সুবহানা মোস্তারি। বিসিবির উইমেন্স বিভাগের চেয়ারম্যান ও বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বৃহস্পতিবার টুর্নামেন্টটির উদ্বোধন করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here