স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে গল টাইটান্স। মঙ্গলবার কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দাসুন শানাকার দল। বল হাতে ১ উইকেটের পর ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
১৫ বলে ২ চারে ১৭ রানে অপরাজিত ছিলেন সাকিব। তবে এদিন ব্যাট হাতে তিন নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন গলের জার্সিতে খেলা আরেক বাংলাদেশী তারকা লিটন দাস। ১ রানে আউট হয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। শেষদিকে সাকিব ও লাসিথ ক্রসপুল গলের কোয়ালিফায়ার নিশ্চিত করেছেন।
২৫ বলে ৩ ছক্কা ও ২ চারে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন লাসিথ ক্রসপুল। লিটন ৪ বলে করতে পারেন কেবল ১ রান। এর আগে ওপেনিংয়ে নামা ভানুকা রাজাপাকসে ৭ বলে ৬ রানের ইনিংস খেলে আউট হন। তবে শেষদিকে সাকিব-ক্রসপুলের ব্যাটে বড় জয় পায় গল। এই ম্যাচে কলম্বোর হয়ে খেলেছেন পেসার শরিফুল ইসলাম। তবে ১ ওভারের বেশি বোলিং করার সুযোগ পান নি বাঁহাতি এই বোলার।
এর আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো। তাদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল উদারা, নিপুন ধনাঞ্জয়া, ফার্নান্দো এবং মোহাম্মদ নওয়াজ। গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। এ ছাড়া সেকুগে প্রসন্ন তিনটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।
৮ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থেকে প্রাথমিক পর্ব শেষ করল গল। আগামী বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে খেলবে তারা। একই দিন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে বি-লাভ ক্যান্ডি ও জাফনা কিংস। আসর থেকে বিদায় নিয়েছে কলম্বো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০